বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাটের কয়েকটি যায়গায় বৃক্ষরোপণ করেছেন জেলা ছাত্রদল নেতৃবৃন্দ। শেখ আল মামুন ছাত্রদলের নেতার নেতৃত্বে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১ টায় বাগেরহাটের লঞ্চঘাটসহ বিভিন্ন এলাকায় ফলজ, বনজ এবং ঔষধী বৃক্ষরোপণ করেন।
ছাত্রদল নেতা শেখ আল মামুন বলেন, বিএনপি সব সময় সমাজের ভালো চায়। তার ধারাবাহিকতায় দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে ও জেলা বিএনপির আহবায়ক ইঞ্জনিয়িার এটিএম আকরাম হোসেন তালিমের দিকনির্দেশনায় আজ আমরা বাগেরহাটের লঞ্চ ঘাট এলাকাসহ বিভিন্ন যায়গায় পরিবেশের ভারসাম্য রক্ষায় আমরা আজ বৃক্ষরোপণ করেছি।
বাগেরহাট ছাত্রদলের আল ইমরান খান যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বাগেরহাট জেলা ছাত্রদলের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় ১ থেকে দের হাজার ফলজ, বনজ এবং ঔষধী বৃক্ষ রোপণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের শামিম মুন্সি বাগেরহাট পৌর ছাত্রনেতা, মাহিন হাসনাঈন সার্জা পিসি কলেজ ছাত্রনেতা, জসিম মিনা কচুয়া উপজেলা ছাত্রনেতা, শেখ ওবায়দুল সজিব সদর থানা ছাত্রদল, শেখ আলী রায়হান, কাজী তাসকিন, আহাদ শেখ, জুয়েল মল্লিক, রাফি প্রমূখ।
বাগেরহাট জেলা ছাত্রদল এ বৃক্ষ রোপণ কর্মসূচির আয়োজন করে।
আপনার মতামত লিখুন :