ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

লাকসামে বন্যার্তদের কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির ত্রাণ সহায়তা

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৪, ১১:১১ পিএম

লাকসামে বন্যার্তদের কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির ত্রাণ সহায়তা

ছবি: রূপালী বাংলাদেশ

বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি লাকসাম শাখার উদ্যোগে দেড়শ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে।

রোববার (৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সদরের জলিল মেডিকেল হলের সামনে এ ত্রাণ সহায়তা বিতরণ করা হয়।

বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহাবুদ্দিন খান। বিশেষ অতিথি ছিলেন, লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আব্দুস সালাম সাকি। 

বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি লাকসাম শাখার সভাপতি মোঃ মাহবুবুর রহমান বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আবুল কালাম ভূঁইয়ার পরিচালনায় ত্রাণ সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সহ-সভাপতি প্রানেশ চন্দ্র  রায় প্রলয়, নিখিল চন্দ্র সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, তোফাজ্জল হোসেন মিশু, অফিস সম্পাদক কাজী বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক আজাদ আহমেদ, সদস্য শাহাদাত হোসেন, মামুনুর রশিদ প্রমুখ।

বন্যার্ত দেড়শ পরিবারের মাঝে বিতরণকৃত ত্রাণ সহায়তার মধ্যে রয়েছে-চাল, ডাল, আটা, আলু, পেঁয়াজ, লবন, তেলসহ নিত্যপণ্য সামগ্রী।

আরবি/জেডআর

Link copied!