ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

এসএসসিতে সংক্ষিপ্ত সিলেবাসের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

ফেনী প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৪, ০৭:৫২ পিএম

এসএসসিতে সংক্ষিপ্ত সিলেবাসের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

ছবি: রূপালী বাংলাদেশ

ফেনীতে এসএসসি পরীক্ষা ২০২৫ এর সংক্ষিপ্ত সিলেবাস করার জন্য বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। আজ দুপুর ১২টার দিকে শহরের  জিরো পয়েন্ট শহীদ মিনারের সামনে থেকে মিছিলটি  বের করে বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে মিছিলটি শেষ হয়। বিক্ষোভে জেলার স্কুলগুলো ছাড়াও আসপাশের জেলা থেকে স্কুল শিক্ষার্থীরা অংশ নেন।

শিক্ষার্থীরা জানায়, বর্তমান দেশের পরিস্থিতির আলোকে সকল শিক্ষার্থী পড়া লেখায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এ সময় তারা ক্ষতিগ্রস্তর কারণ উল্লেখ করেন, কোটা আন্দোলন,  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বন্যায় পারিবারিক,  অর্থনৈতিক ভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থা ব্যহত হওয়ায় সকল বোর্ডে সংক্ষিপ্ত সিলেবাস এবং ৫০ নম্বরে পরীক্ষা নিতে যৌক্তিক দাবি জানান তারা।

শেষে বিভিন্ন ছাত্র সমন্বয়করা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও শিক্ষা মন্ত্রনালয়ের উপদেষ্টা বরাবর লিখিত সম্বলিত স্মারক লিপি প্রদান করা হয়।

আরবি/জেডআর

Link copied!