ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

৪ কোটি টাকার ভারতীয় শাড়ীসহ ট্রাক আটক

মো. বাবুল মিয়া, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৪, ০৬:০৩ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর একটি বিশেষ টহলদলের অভিযানে ভারতীয় বিভিন্ন প্রকার উন্নতমানের শাড়ী আটক করেছে বিজিবি। যার মূল্য ৪ কোটি ৫৭ লক্ষ ৮৫ হাজার পাঁচশত টাকা। সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত ০৮ সেপ্টেম্বর বিজয়নগর উপজেলার চান্দুরা রাস্তায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি ২৫।এসময় সিলেট হতে ঢাকাগামী একটি বালু বোঝাই ট্রাকের আটক করে তল্লাশির পর ভারতীয় বিভিন্ন প্রকার উন্নতমানের ৫,২৩৬ পিস শাড়ী উদ্ধার করা হয়। পরে ট্রাকটিকে জব্দ করা হয়।

বর্তমানে আটককৃত চোরাচালানী মালামাল এবং ট্রাকটি বিজিবি’র হেফাজতে রয়েছে যা আখাউড়া কাস্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।