বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত কামরুজ্জামানের পরিবারের আর্থিক সহায়তা প্রদান করেন জামায়াতে ইসলামী। সোমবার রাতে ময়মনসিংহ জেলা জামায়াতে ইসলামীর আমির মো. আব্দুল করিম কেন্দ্রীয় জামায়াতের আমিরে পক্ষ থেকে নগদ ২ লাখ টাকা আর্থিক সহায়তা তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন-ময়মনসিংহ জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মাহবুব ফরাজি,গফরগাঁও উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসমাইল হোসেন সোহেল, নিহত কামরুজ্জামানের বাবা আব্দুর রাজ্জাক, স্ত্রী সামিরা জাহান পপি। পরে জামায়াত নেতারা নিহত কামরুজ্জামানের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন।
উল্লেখ্য, গত ৪ আগস্ট গফরগাঁও উপজেলার চরআলগী ইউনিয়নের চরকামারিয়া গ্রামের প্রবাসী আব্দুর রাজ্জাকের ছেলে কামরুজ্জামান আন্দোলনের সময় উত্তরায় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।