ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
তুমলিয়া খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট নির্বাচন

চেয়ারম্যান পদে অনিল লিও কস্তা এগিয়ে

জহিরুল ইসলাম, গাজীপুর

প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৪, ০৫:২৯ পিএম

চেয়ারম্যান পদে অনিল লিও কস্তা এগিয়ে

চেয়ারম্যান পদপ্রার্থী অনিল লিও কস্তা। ছবি: রূপালী বাংলাদেশ

কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নে খ্রীষ্টান ধর্মালম্বীদের বসবাস। তুমলিয়া খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন একটি সুপ্রাচীন সংগঠন। সংগঠনটির ত্রি-বার্ষিক নির্বাচনে অনিল লিও কস্তা চেয়ারম্যান পদে চেয়ার প্রতীকে প্রতিদ্বন্ধিতা করছেন। ১৯৬৪ সালে প্রায় ৬০ বছর পূর্বে ফাদার
চার্লস জে ইয়াং তুমলিয়া খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন প্রতিষ্ঠা করেন।

আগামী ১৩ সেপ্টেম্বর শুক্রবার তুমলিয়া খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের তিন বছর মেয়াদী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে এলাকায় ভোটারদের মাঝে বিপুল উৎসাহ বিরাজ করছে। প্রার্থীরা ভোটারদের কাছে ভোট প্রার্থনা করে বিভিন্ন প্রতিশ্রুতির কথা ব্যক্ত করছে। একাধিক ভোটাররা বলেন, চেয়ারম্যান পদে অনিল লিও কস্তা এগিয়ে আছেন বলে এলাকায় সকলের মাঝে এখন চাউর। 

সরেজমিনে সাধারণ ভোটারদের সাথে আলাপ করলে তারা জানায়, এ নির্বাচনে দুইটি প্যানেল রয়েছে। প্রতি প্যানেলে মোট ২২ জন করে মোট ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। অনিল-কাজল-শিমুল-সেন্ড্রি-শৈবাল পরিষদ। ব্যবস্থাপনা কমিটিতে অনিল লিও কস্তা চেয়ারম্যান পদে চেয়ার প্রতীকে প্রতিদ্বন্ধিতা করছেন। অপর প্যানেলে রয়েছে রিংকু- সনজু-স্যামুয়েল-জ্যাকশন-অপু পরিষদ। নির্বাচনে বিভিন্ন পদের মাঝে রয়েছে ব্যবস্থাপনা কমিটি, ব্যবস্থাপনা কমিটির সদস্য,ঋণদান পরিষদ ও পর্যবেক্ষন পরিষদ। তুমলিয়া মিশন ও দড়িপাড়া মিশনের আওতাভুক্ত বসবাসকারী খ্রীষ্টান ধর্মাবলম্বীরা এ নির্বাচনে অংশ গ্রহন করবে। উপজেলার তুমলিয়া বালক উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৪ শত ৩১ জন।

অনিল লিও কস্তা বিগত সময়ে ‘দি মেট্রোপলিটন খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং’ এর সাবেক ভাইস চেয়ারম্যান ও পরিচালক ছিলেন এবং তুমলিয়া ক্রেডিটের পরিচালকের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেছেন। তিনি বর্তমানে ‘দি সেন্ট্রাল এসোসিয়েসন খ্রীষ্টান কো-অপারেটিভ লি.’ এর ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। 

চেয়ারম্যান পদপ্রার্থী অনিল লিও কস্তা এক সাক্ষাতকারে ভোটারদের উদ্দেশ্যে বলেন, নির্বাচিত হলে প্রতিষ্ঠানের স্থবিরতা কাটাতে উদ্যোগ নিবেন। সচ্ছতা ও ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে সঠিক পরিকল্পনা ও  সময়োপযোগী পদক্ষেপের মাধ্যমে সমাজকে এগিয়ে নিয়ে যাবেন।

আরবি/জেডআর

Link copied!