কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে দুইজন নিহত হয়েছে। মরদেহ দুটি উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১সেপ্টেম্বর) ভোর উখিয়া কুতুপালং ২০নং ক্যাম্প ও ৪নং ক্যাম্পে পৃথক এই ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন, ২০নং ক্যাম্পের আবুল কালামের ছেলে ইমাম হোসেন (৩৭), ৪নং ক্যাম্পের গণি মিয়ার ছেলে রহমতুল্লাহ (২৫)।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামীম হোসেন জানিয়েছেন, নিহত রোহিঙ্গাদের মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।