ঢাকা শনিবার, ০৫ অক্টোবর, ২০২৪

জাস্টিন ট্রুডোর নামে জন্ম নিবন্ধন তৈরী, যুবক গ্রেপ্তার

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৪, ০৭:২৪ পিএম

জাস্টিন ট্রুডোর নামে জন্ম নিবন্ধন তৈরী, যুবক গ্রেপ্তার

ছবি: রূপালী বাংলাদেশ

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নামে জন্ম নিবন্ধন তৈরিসহ বিভিন্ন সনদ জালিয়াতি চক্রের মূল হোতাকে গ্রেফতার করেছে র‌্যাব।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম নিলয় পারভেজ ইমন (২৬)। তিনি আমিনপুর থানার আহম্মদপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করতেন। মঙ্গলবার রাতে পাবনা সদর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-১২ এর সিপিসি-২ পাবনার একটি দল। বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস ব্রিফিং-এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার কোম্পানি কমান্ডার মেজর মো. এহতেশামুল হক
খান।

র‌্যাব কমান্ডার জানান,গত মার্চ মাসে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নামে বাংলাদেশি জন্ম সনদপত্র তৈরির ঘটনা বাংলাদেশের সামাজিক
যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা সৃষ্টি করে। জন্ম নিবন্ধনের মতো স্পর্শকাতর বিষয়টি নিয়ে কিছু অসাধু ব্যক্তির এ ধরনের কার্যক্রম বিভিন্ন
প্রিন্ট মিডিয়ায় প্রকাশ হওয়ায় দেশের ডিজিটাল পরিকাঠামোর নিরাপত্তা এবং বেআইনি প্রবেশাধিকারের বিষয়ে ব্যাপক নেতিবাচক প্রভাব তৈরি হয় এ ঘটনার প্রেক্ষিতে আমিনপুর থানায় সরকারি ডিজিটাল পরিকাঠামোতে অননুমোদিত প্রবেশ করে ডিজিটাল প্রতারণা এবং হ্যাকিং এর অপরাধে
একটি মামলা হয়।

এহতেশামুল হক খান বলেন,স্পর্শকাতর বিষয়টি সামনে আসতেই ঘটনার রহস্য উদঘাটন এবং পলাতক চক্রের সদস্যদের গ্রেফতারে অভিযানে নামেন পাবনা র‌্যাবের সদস্যরা। এরই ধারাবাহিকতায় তথ্য ও প্রযুক্তির মাধ্যমে গোপন সূত্রে আসামির অবস্থান শনাক্ত করে জাতীয় পরিচয়পত্রসহ শিক্ষাসনদ জালিয়াতি চক্রের অন্যতম সদস্য নিলয় পারভেজ ইমনকে (২৬) পাবনা সদর থানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে র‌্যাব-১২, সিপিসি-২, পাবনার আভিযানিক দলটি।

র‌্যাব জানায়, নিলয় পারভেজ ইমন তার নিজ ইউনিয়ন, পাবনা জেলাসহ দেশের বিভিন্ন এলাকার লোকজনের কাছ থেকে অর্থের বিনিময়ে জাতীয় পরিচয়পত্র, বিভিন্ন শিক্ষাসনদ এমনকি পুলিশ ক্লিয়ারেন্সের মতো স্পর্শকাতর নথিপত্র তৈরি করে দেয়ার কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামিকে পাবনা জেলার আমিনপুর থানায় হস্তান্তর করা হবে বলে র‌্যাব কমান্ডার জানান।

আরবি/জেডআর

Link copied!