ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

ভারতে পালানোর সময় রাউজানের সাবেক এমপিসহ আটক ৩

মো. বাবুল মিয়া, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৪, ০৫:২২ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

রাউজানের (চট্টগ্রাম-৬) সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার  গাজীরবাজার  ফকির মুড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

সরাইল ব্যাটালিয়ন বিজিবি-২৫-এর অধিনায়ক লে. কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ বিষয়টি এ নিশ্চিত করেছেন।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন ফজলে করিম চৌধুরী। এরই মধ্যে তার বিরুদ্ধে চট্টগ্রাম ও রাউজানে একাধিক মামলা দায়ের করা হয়েছে।