সিরাজগঞ্জের চৌহালিতে যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার একদিন পরে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা সম্পর্কে চাচাতো ভাই বোন।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, বুধবার বিকেলে তাদের দাদা আব্দুর রহিম মোল্লা যমুনা নদীতে গোসল করতে গেলে শিশু হযরত আলী ও জান্নাতি তার সাথে যায়। দাদার অগচরে তারা যমুনায় তলিয়ে যায়। পরে পরিবারের লোকজন খোঁজাখুজিঁ শুরু করে। বৃহস্পতিবার সকালে নদীর জোত পাড়ায় এলাকা থেকে নৌ পুলিশের সহযোগীতায় তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।
চৌহালি থানার অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত জানান বুধবার বিকেলে যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ হয় কুরকি গ্রামের মাছ ব্যবসায়ী আলমগীর মোল্লার ছেলে হযরত আলী (৭) ও তার ছোট ভাই জাহাঙ্গীর মোল্লার মেয়ে জান্নাতি (৭)। তারা সম্পর্কে চাচাতো ভাই বোন। বৃহস্পতিবার সকালে নৌ পুলিশের সহযোগীতা যমুনা নদীর জোতপাড়া এলাকা থেকে নিখোঁজ ২ শিশুর মরাদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনা এলাকা জুড়ে সব বিরাজ করছে।