ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

গাইবান্ধায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৪, ০৭:৩৬ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অজ্ঞাত পরিচয়ে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর/২৪) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার কামদিয়া ইউনিয়নের তালিতা এলাকায় সড়কের ওপর পড়ে থাকা অবস্থায় লাশ উদ্ধার করে।

স্থানীয়রা জানান, ওই স্থানে একটি রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে বৈরাগী হাট পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেয়া হয়। এরই প্রেক্ষীতে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান জানান এ তথ্য নিশ্চিত করে জানান, তার পরনে পরনে ফুলপ্যান্ট ও গায়ে নীল রঙ্গে গেঙ্গি আছে। মরদেহের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়াও গলায় ধারাল অস্ত্র দিয়ে একাধিক আঘাত করে তাকে হত্যা করা হয় বলে পুলিশের ধারণা। বেলা ৩টা পর্যন্ত তার কোন পরিচয় পাওয়া যায়নি।