ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

মেহেরপুরে বাসে তল্লাশি চালিয়ে স্বর্ণসহ আটক ২

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৪, ০৭:৪৬ পিএম

মেহেরপুরে বাসে তল্লাশি চালিয়ে স্বর্ণসহ আটক ২

ছবি: রূপালী বাংলাদেশ

মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কের আমঝুপিতে জে আর পরিবহন নামে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২.৬১৮ কেজি ওজনের ২৫ টি স্বর্ণের বারসহ দুজনকে আটক করেছে বিজিবি।আটককৃতরা ঢাকার ধামরাই উপজেলার চৌহাট চকপাড়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে মোঃ আলাল হোসেন (৪৮) এবং টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাওড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে মোঃ রাজিব হোসেন (২৯)। আজ বৃহস্পতিবার ভোরে এ স্বর্ণের বার উদ্ধার করে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান পিএসসি জানান, সুনিধিষ্ট তথ্যের ভিত্তিতে জে আর পরিবহন নামের যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ২.৬১৮ কেজি ওজনের ২৫ টি স্বর্ণের বারসহ দুইজনকে আটক। জব্দকৃত স্বর্ণের আনুমানিক সিজারমুল্য ২,৬০,২৫,৮০৪ টাকা। আরো বলেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বর্ণের বার গুলো ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে এসেছিল পাচারকারীরা।

আরবি/জেডআর

Link copied!