ওয়েল্ডিং আগুনের ফুলকিতে তেলের ট্যাংকি বিস্ফোরণে বগুড়ায় চার শ্রমিক নিহত হয়েছেন৷ তেলের ট্যাংকির লাইন মেরামত করার সময় আকস্মিকভাবে আগুনের সুত্রপাত হয়।
বৃহস্পতিবার দুপুরে বগুড়ার শেরপুরে মজুমদার প্রোডাক্ট লিমিটেডের তেলের টাংকি বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহতদের মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতরা হলেন- ইমরান হোসেন, মোহাম্মদ সাঈদ, রুবেল আহমেদ এবং মনির হোসেন। এই চার শ্রমিক নীলফামারী জেলার সৈয়দপুর অফিসার্স কলোনির বাসিন্দা। ছিলিমপুর মেডিকেল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক লালন হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের মজুমদার প্রোডাক্ট লিমিটেডের শ্রমিকরা তেলের লাইন মেরামত করছিলেন। এসময় ওয়েল্ডিং আগুনের ফুলকি তেলের টাংকির ভিতরে প্রবেশ করলে বিস্ফোরণ হয়। আহত বেশ কয়েকজনের মধ্যে গুরুতর অবস্থায় চারজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, তেলের ট্যাংকি বিস্ফোরণে চার শ্রমিক নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।