পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার দৈহারী ইউনিয়নের খাড়াবাগ গ্রামের বীর মুক্তিযোদ্ধা, পরিবার পরিকল্পনা পরিদর্শক আবুল কালাম আজাদ বুধবার দিবাগত রাতে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ------ রাজেউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭২ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ যোহর মরহুমের নিজ বাড়িতে সহকারী কমিশনার (ভুমি) রায়হান মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি চৌকশ দল এ বীর মুক্তিযোদ্ধার প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করেন। পরে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে এলাকার বিশিষ্টজনেরা শোক প্রকাশ করেন।