নরসিংদীর মনোহরদী উপজেলার ঐতিহ্যবাহী খিদিরপুর কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।
গতকাল ১১ সেপ্টেম্বর (বুধবার) দুপুরে ছাত্র, শিক্ষক, অভিভাবক সমন্বয়ে কলেজ মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নাজিম উদ্দিন এর সভাপতিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবা খান সময় আরো উপস্থিত ছিলেন শিক্ষক শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় সদ্য যোগদান কৃত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নাজিম উদ্দিন বলেন আমরা উদ্দেশ্য সকলের দৃষ্টি কলেজের দিকে ফেরানো, সেমিস্টার পদ্ধতির আদলে নেয়া হয় টিউটোরিয়াল পরীক্ষা।
স্বচ্ছ ও নকলমুক্ত উৎসবমুখর পরিবেশে ৯ ও ১০ সেপ্টেম্বর সম্পন্ন হল ১ম ও ২য় বর্ষের টিউটোরিয়াল পরীক্ষা। অত্র কলেজের ঐতিহ্য ধরে রাখতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে আমি অঙ্গীকারবদ্ধ।