ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

কক্সবাজারে পাহাড় ধসে মা-মেয়েসহ নিহত ৩

নিউজ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৪, ১০:৫১ এএম

কক্সবাজারে পাহাড় ধসে মা-মেয়েসহ নিহত ৩

ছবি: সংগৃহীত

কক্সবাজার সদর উপজেলার ঝিলংঝায় পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ঝিলংঝা ইউনিয়নের দক্ষিণ ডিককুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দক্ষিণ ডিককুলের মিজানুর রহমানের স্ত্রী আঁখি মনি এবং তার দুই মেয়ে মিহা জান্নাত নাঈমা ও লতিফা ইসলাম।

ঝিলংঝা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন ঝিকু গণমাধ্যমকে জানান, রাত ৩টার দিকে ভারী বৃষ্টি হলে মিজানের বাড়ির দিক থেকে একটি পাহাড় ধসের বিকট শব্দ শুনতে পান পার্শ্ববর্তী লোকজন। পরে তারা গিয়ে দেখেন মিজান স্ব-পরিবারে মাটিচাপা পড়েছেন। তাৎক্ষণিকভাবে মিজানকে জীবিত উদ্ধার করা গেলেও পরে দমকল বাহিনীর সহযোগিতায় উদ্ধার তৎপরতা চালিয়ে স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা বলছেন, মিজানের বাড়িটি পাহাড়ের পাদদেশে। বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিতে মাটি নরম হয়ে যায়। পরে মধ্যরাতে ওপর থেকে পাহাড় ধসে তার বাড়িতে পড়ে।

আরবি/জেআই

Link copied!