ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

রায়পুরে কৃষক দলের বিনামূল্যে ধানের চারা বিতরণ

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৪, ০৭:৩৭ পিএম

রায়পুরে কৃষক দলের বিনামূল্যে ধানের চারা বিতরণ

ছবি: রূপালী বাংলাদেশ

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা কৃষক দলের উদ্যোগে সম্প্রতি বন্যায় ক্ষতিক্ষস্থ কৃষকদের মাঝে বিনা মূল্যে আমন ধানের চারা বিতরণ করা হয়েছে। বন্যা পরবর্তী খাদ্য সংকট মোকাবিলায় কেন্দ্রীয় বিএনপির নির্দেশে উপজেলার ১০টি ইউনিয়নের শতাধিক কৃষকের মাঝে প্রায় ৯’শ একক জমির জন্য এ চারা বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে রায়পুরে পৌর চত্বরে আয়োজিত ধানের চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন, উপজেলা বিএনরি সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মিঠু, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমরান পাটোয়ারী, উপজেলা কৃষক দলের আহ্বায়ক কাউছার মোল্লা, সিনিয়র যুগ্ন আহবায়ক জাকির হোসেন আরিফ সহ বিভিন্ন ইউনিয়নের কৃষকেরা।

উপজেলা কৃষক দলের আহ্বায়ক কাউছার মোল্লা বলেন, সাম্প্রতিক বন্যায় রোপা আমনের বীজ তলা ও ফসলি জমি ক্ষতিগ্রস্থ হওয়ায় চারা সঙ্কটে পড়ে চাষীরা। সঙ্কট উত্তরণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারের রহমানের নির্দেশে ক্ষতিগ্রস্ত চাষীদের বিনা মূল্যে ধানের চারা দিয়ে সহযোগিতা করছেন দল থেকে।

আরবি/জেডআর

Link copied!