ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

স্বরূপকাঠিতে পাগলা কুকুরের কামড়ে আহত ২২

স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৪, ০৯:১৯ পিএম
ছবি: সংগৃহীত

পিরোজপুরের স্বরূপকাঠিতে পাগলা কুকুরের কামড়ে নারী শিশু, বৃদ্ধসহ ২২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার সকাল থেকে রাত নয়টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে ওই ঘটনা ঘটে। সাম্প্রতিককালে উপজেলা বিভিন্ন এলাকাসহ হাট বাজারে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বেড়েছে।

হাসপাতাল সুত্রে জানা গেছে, উপজেলার সুটিয়াকাঠি, কৌরিখাড়া, ডুবি, চামী,বলদিয়া ও পাশ্ববর্তী বানারীপাড়ার উপজেলার বিভিন্ন গ্রামের লোকজন কুকুরের কামড়ের শিকার হন। কুকুরের কামড়ে ডুবি গ্রামের ফাতেমা (৪), সিয়াম (১৫),আবদুল্লাহ (১৩), বলদিয়ার তাওসান(১০), সুটিয়াকাঠির আমিনা (৮০), ডালিয়া (৫২), জাকির (৬০), আলমগীর (৬৫), আসাদুজ্জামান (২৮), আরিফ বিল্লাহ (২৫), চামীর সামসুন্নাহার (৩০), কৌরিখাড়ার হাফসা মনি(১৮), রিয়াজ (৩৫), ইলুহারের মারুফ (১৩), মিমি (১৬) ও উমারেরপাড়ের সানাউল (৩০) সহ আরো  ছযজন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২০ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বাকী ২ জন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান বলেন, কুকুরের আক্রমনের শিকার হয়ে ২০ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ।