নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব জর্জের কক্ষে ছাত্র-জনতার লাগানো তালা অর্থের বিনিময়ে খুলতে সহায়তা করার অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপি নেতাদের বিরুদ্ধে। প্রতিবাদে শনিবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার ভবানীগঞ্জ বাজারের বকুলতলা মোড়ে চেয়ারম্যানের বহিষ্কারের ও ওই বিএনপি নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
এতে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা আব্দুল ওয়াদুদ, আব্দুর রাকিব, মো. কফিল উদ্দিন, মোফাজ্জল হোসেন প্রমুখ। বক্তারা বলেন, আওয়ামী সরকারের আমলে নৌকা প্রতীক নিয়ে দলীয় প্রভাব খাটিয়ে বিনা ভোটেই চেয়ারম্যান নির্বাচিত হন মাহবুব জর্জ। এরপর থেকে ইউনিয়ন পরিষদের নানা অনিয়ম দুর্নীতি ও অর্থ আত্মসাতে লিপ্ত হন তিনি। আওয়ামী সরকারের পতনের পর ছাত্র-জনতা পরিষদে দুর্নীতিবাজ ওই চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলিয়ে দেয়।
কিন্তু গত ৮ সেপ্টেম্বর গোড়গ্রাম ইউনিয়ন বিএনপির কিছু নেতা ১০লাখ টাকার বিনিময়ে দুর্নীতিবাজ চেয়ারম্যান মাহবুব জর্জকে পরিষদে ঢুকতে সহায়তা করে। তার কক্ষের তালা খুলে দেয়। আমরা অবিলম্বে দুর্নীতিবাজ চেয়ারম্যানের বহিষ্কারের দাবি এবং বিএনপি জেলা নেতাদের আহ্বান জানাই এর সাথে জড়িতদের বিরুদ্ধে বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য।`
এ বিষয়ে গোড়গ্রাম ইউপি চেয়ারম্যান মাহবুব জর্জ বলেন, `আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে তার কোনো প্রমান কেউ দিতে পারবে না। কিছু ভুল বোঝাবুঝির জন্য ছাত্র-জনতা আমার কক্ষে তালা দিয়েছিল আবার তারাই এলাকার উন্নয়নে আমাকে ফুল দিয়ে বরণ করে চেয়ারে বসিয়েছে।`