ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

হাটুকে সিঁড়ি বানানো সেই সেনা সদস্যকে সম্মাননা প্রদান

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৪, ০৭:০৪ পিএম

হাটুকে সিঁড়ি বানানো সেই সেনা সদস্যকে সম্মাননা প্রদান

ছবি: রূপালী বাংলাদেশ

বন্যার্তদের উদ্ধারে হাটুকে সিঁড়ি বানিয়ে দেশব্যাপী প্রশংসা কুড়ানো সেই ভাইরাল সেনা সদস্য কাজী সুজনকে সম্মাননা প্রদান করা হয়েছে। মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বরিশালের গৌরনদী শাখার উদ্যোগে এ সম্মাননা প্রদান করা হয়।

শুক্রবার রাতে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী বিআরডিবির সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির। বিশেষ অতিথি ছিলেন বিএমএসএফ,র কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক ও জনকণ্ঠের বরিশালের স্টাফ রিপোর্টার খোকন আহম্মেদ হীরা।

মফস্বল সাংবাদিক ফোরাম উপজেলা শাখার সভাপতি এসএম মিজানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংবর্ধিত সেনা সদস্য কাজী সুজন, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার, উপজেলা শাখার সভাপতি সভাপতি মণিষ চন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক জামিল মাহমুদ, বিএমএসএফ’র সহসভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, কোষাধ্যক্ষ জিএম জসিম হাসান। অনুষ্ঠানে অন্যান্যাদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির উপজেলার শাখার সাংগঠনিক সম্পাদক আরিফিন রিয়াদ, প্রচার সম্পাদক রাশেদ আহম্মেদ, বিএমএসএফ’র সদস্য এইচএম লিজন, ব্লাড ডোনার্স ক্লাবের পরিচালক ইমরান ইবনে আমিন, সাধারণ সম্পাদক আশিকুর রহমান রমজান, সাংগঠনিক সম্পাদক মো: সানাউল হাওলাদার প্রমূখ।

নিজ উপজেলার সাংবাদিক সংগঠনের কাছ থেকে সম্মাননা পেয়ে তিনি (সুজন) সাংবাদিক নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, চট্টগ্রামের ফটিকছড়িতে বন্যাদূর্গত নারীদের উদ্ধারে নিজের হাটুকে সিঁড়ি বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হন বাংলাদেশ সেনাবাহিনীতে ল্যান্স কর্পোরাল (গানার) পদে কর্মরত ও বরিশালের গৌরনদী উপজেলার কাঠালতলী গ্রামের বাসিন্দা কাজী সুজন।

আরবি/জেডআর

Link copied!