ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫

সাগর উত্তাল: এখনো ফিরে আসেনি ২০ ট্রলারসহ তিন শতাধিক জেলে

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৪, ০৯:৫৯ পিএম
ছবি: সংগৃহীত

সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বৈরী আবহাওয়ার কবলে পড়ে এখনো সাগর থেকে কূলে ফিরে আসতে পারেনি ২০ ট্রলার সহ প্রায় তিন শতাধিক জেলে। তারা কোন নিরাপদ আশ্রয়ে আছে কিনা এখন পর্যন্ত কোন তথ্য দিতে পারছে না মালিক সমিতি।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। গত দুদিনে যেসব জেলে  ফিসে এসেছে তারা জানিয়েছেন সাগরে প্রচন্ড ঢেউ, ট্রলার নিয়ে সাগরে থাকা মুশকিল।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত পাথরঘাটার ২০ টি ট্রলার ফিরে আসতে পারেনি, ওই সব ট্রলার কোন জায়গায় নিরাপদে আছে কিনা তাও জানতে পারছি না। গতরাত থেকে পাথরঘাটায় বিদ্যুৎ না থাকায় অনেকের ফোন বন্ধ বিধায় পরিবারের সাথেও যোগাযোগ করতে পারছি না।