ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

পাঁচবিবি বাস উল্টে পুকুরের পড়ে আহত ১০

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৪, ০৭:৪৬ পিএম

পাঁচবিবি বাস উল্টে পুকুরের পড়ে আহত ১০

ছবি: রূপালী বাংলাদেশ

জয়পুরহাটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে গেলে অন্তত ১০  জন  যাত্রী আহত হয়েছেন। রবিবার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে জয়পুরহাট -হিলি সড়কের বনখুর  এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন। 

আহতরা হলেন, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুয়াতপুর গ্রামের বাবু মিয়ার ছেলে দেলোয়ার হোসেন (৩০), শিমুলতলী গ্রামের আব্দুল বাতেনের স্ত্রী হালিম বেগম(৩০) নাকুরগাছি গ্রামের মৃত মানিকের স্ত্রী  আলেমন বেওয়া (৮০) সাড়াই পাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে লিটন(৪৩) ছোট মানিক গ্রামের  নাসির উদ্দীনের মেয়ে   নাদিরা বেগম (৩৬)  কুয়াতপুর গ্রামের আব্দুল আলীমের ছেলে  সানোয়ার হোসেন (৪৫) কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার আইয়ুব আলীর মেয়ে জান্নাতুন (২৪) কালাই উপজেলার বনখুর গ্রামের খয়বর আলীর স্ত্রী রেবেকা বেগম (৫০)। হাসান আলী (৩৬), এমরান হোসেন (২৮)।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ূন কবির  জানান, এবি পরিবহন’ নামের বাসটি  হিলি থেকে  যাত্রী নিয়ে জয়পুরহাট বাসটার্মিনালে আসার পথে জয়পুরহাট সদর উপজেলার বনখুর এলাকায় এসে  নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে পুকুরের পড়ে যায়।ঘটনাস্থল আহত যাত্রীদের উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে।  এখন পর্যন্ত কারো নিহত হওয়ার খবর পাওয়া যায়নি এবং উদ্ধার কাজ চলমান আছে। 


 

আরবি/জেডআর

Link copied!