ঝিনাইদহে ঝড়-বৃষ্টি চলাকালে বৈদ্যুতিক তার ছিড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।
সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জেলার সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের শূড়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মুকাদ্দেস মোল্ল্যা, মোঃ জুলহাসের মেয়ে রেশমা খাতুন এবং মোকাদ্দেস হোসেনের মেয়ে হাসিনা বেগম। রেশমা ও হাসিনা বউ-শাশুড়ি। আর রেশমা মুকাদ্দেসের বড় ভাইয়ের স্ত্রী।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল বিকেলে ঝড়-বৃষ্টিতে নিজ বাড়ির পেছনে লাগানো একটি পেঁপে গাছ পড়ে যায় সেখানেই যান মুকাদ্দেস মোল্লা গাছটি দেখতে কিন্তু ওইখানে থাকা একটি বৈদ্যুতিক তার ছিড়ে মাটিতে পড়ে এবং সেখানে গেলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি। দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও বাড়িতে ফেরে না নিহত মুকাদ্দেস মোল্লা এরপরই স্বজনরা তাকে খুঁজতে থাকে।
জানা যায়, আজ সকালে হাসিনা বেগম ও তার ছেলের বউ রেশমা খাতুন দেখেন মুকাদ্দেস পড়ে আছে মাটিতে কোন কিছু না ভেবে তাকে স্পর্শ করলেই তারাও দুজন বিদ্যুৎস্পৃষ্ট হন। বিষয়টি জানাজানি হলে স্বজন ও এলাকাবাসী তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ তাপস কুমার জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।
এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কেউ কোনো অভিযোগ করেনি বলে জানিয়েছেন জেলার সদর থানার ওসি শাহীন উদ্দীন।