ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

বিশ্বকর্মা পূজায় আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৪, ০৬:২১ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বন্ধ রয়েছে আমদানি-রপ্তানির কার্যক্রম। বিশ্বকর্মা পূজা উপলক্ষে মঙ্গলবার সকাল থেকে ভারতের উত্তর-পূর্বাঞ্চল রাজ্যগুলোর সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ রয়েছে এ স্থলবন্দর দিয়ে।

তবে  আখাউড়া স্থলবন্দর দিয়ে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার ও কাস্টমসের সব ধরনের কার্যক্রম চালু রয়েছে বলে জানিয়েছেন  আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন ও কাস্টমস কর্তৃপক্ষ।

আখাউড়া স্থলবন্দর সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মো. রাজীব ভূঁইয়া বলেন, বিশ্বকর্মা পূজা উপলক্ষে মঙ্গলবার ১৭ (সেপ্টেম্বর) সকাল থেকে আমদানি-রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে বলে ভারতীয় ব্যবসায়ীরা আগেই চিঠিপত্রের মাধ্যমে জানিয়েছেন।

আগামীকাল বুধবার  ত্রিপুরায় মাছ রফতানির মধ্যদিয়ে ফের আবারও বাণিজ্যিক আমদানি-রপ্তানির  কার্যক্রম শুরু হবে বলে আখাউড়া স্থলবন্দরের মাছ রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক মিয়া নিশ্চিত করেছেন।

আখাউড়া আন্তর্জাতিক  ইমিগ্রেশন ইনচার্জ মো. খাইরুল আলম জানান, আখাউড়া স্থলবন্দরে সকাল থেকে  বাণিজ্য বন্ধ থাকলেও ইমিগ্রেশন পথে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।