ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

আদমদীঘিতে ৬১ মন্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৪, ০৭:৩০ পিএম

আদমদীঘিতে ৬১ মন্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা

ছবি: রূপালী বাংলাদেশ

বগুড়ার আদমদীঘি উপজেলায় এবার ৬১টি মন্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। আর মাত্র কয়েক দিন পরেই শুরু হবে সনাতন ধর্মাবলম্বী হিন্দ সস্প্রদায়ের সর্ববৃহৎ
উৎসব শারদীয় দুর্গাপূজা। এই উৎসবকে জমিয়ে তুলতে ইতোমধ্যে মন্ডপগুলোতে পুরোদমে প্রতিমা তৈরিতে মহাব্যস্ত প্রতিমা তৈরির কারিগররা। দিন-রাত পরিশ্রম করে তাদের নিপুণ হাতের ছোঁয়ায় প্রতিমা হচ্ছে প্রাণবন্ত। পূজাকে সামনে রেখে মন্ডপ পরিস্কার-পরিচ্ছন্ন, সাজসজ্জাসহ পূজার সকল কর্মকান্ড এগিয়ে নিতে কাজ শুরু করেছে মন্ডপ পরিচালনা কমিটির সদস্যরা।

জানা গেছে, আদমদীঘি উপজেলায় ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভা মিলে এবার মোট ৬১টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এরমধ্যে আদমদীঘি সদর ইউনিয়নে ১০টি মন্ডপে, সান্তাহার পৌরসভায় ১০টি, সান্তাহার ইউনিয়নে ৪টি, ছাতিয়ানগ্রাম ইউনিয়নে ৮টি, নশরতপুর ইউনিয়নে ৬টি, কুন্দগ্রাম ইউনিয়নে ১৩টি ও চাঁপাপুর ইউনিয়নে ১০টি মন্ডবে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এদিকে পূজা নির্বিঘ্নে সম্পন্ন হতে আদমদীঘি উপজেলার সকল মন্ডপ পরিচালনা কমিটির সাথে উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ দিক নির্দেশনাসহ নানা বিষয়ে পরামর্শ দিয়ে আসছেন।ৎ

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পা জানান, আগামী ২ অক্টোরব মহালয়ার মধ্য দিয়ে পূজার সূচনা হবে এবং ৯ অক্টোবর বুধবার মহাষষ্টীর মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। দেশের পরিস্থিতি বিবেচনায় পূজা যেন নির্বিঘ্নে সম্পন্ন হয় সে জন্য সকল মন্ডপে সম্প্রীতি কমিটি গঠন করা হচ্ছে। সরকারি নির্দেশনার পাশাপাশি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে মন্ডপগুলোতে সিসি ক্যামেরা বসানো, নিরাপত্তা তদারকির জন্য স্বেচ্ছাসেবক গঠন, সন্দেহভাজন দর্শনার্থীদের তল্লাশীর ব্যবস্থা, নামাজের সময় মাইক না বাজানো, ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে সাত্বিকভাবে মায়ের অর্চনা করার ব্যবস্থাসহ ২২ দফা নির্দেশনা যথাযথ ভাবে পালনের বিষয়ে সকল মন্ডপ কমিটিকে জানানো হয়েছে।

 

আরবি/জেডআর

Link copied!