ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

শেরপুরে বিদ্যুতায়িত হয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু, আহত ২

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৪, ০৮:২৮ পিএম
নিহত মিজানুর রহমান মিজান। ছবি: রূপালী বাংলাদেশ

শেরপুরের শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় আরো দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ১১ টার দিকে শ্রীবরদী উপজেলার গোশাইপুর ইউনিয়নের ভারেরা গ্রামে এ ঘটনা ঘটে। মিজানুর রহমান মিজান (১৮) শ্রীবরদীর ভারেরা গ্রামের মৃত পোস্টমাস্টার কদম আলীর ছেলে। সে এ বছর ভারেরা শমির উদ্দিন উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ নিজেদের নতুন ঘরের কাজ করার সময় বিদ্যুৎ সংযোগের জন্য বিদ্যুতের খুঁটি থেকে তার আনতে গিয়ে মিজান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এসময় তাকে বাঁচাতে গিয়ে মিজানের দুই চাচাতো ভাই ইমরান (৩১) ও বিপুল (২৭) আহত হয়। আহতদের শ্রীবরদী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে শ্রীবরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। পরিবারের পক্ষ থেকে লাশ বিনা ময়নাতদন্তে দাফন করার জন্য আবেদন করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।