ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

বেতাগীতে পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৪, ০৫:৪৫ পিএম

বেতাগীতে পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা

ছবি: রূপালী বাংলাদেশ

বরগুনার বেতাগী সদর উপজেলায় পুষ্টি সমন্বয় দ্বি- মাসিক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর ) বেলা ১১টায় কনফারেন্স রুম উপজেলা পরিষদে  এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সভায় বক্তারা বলেন, অর্থ নয় সচেতনতা এবং অভ্যাসের কারণে আমরা পুষ্টিহীনতায় ভুগছি। এতে আমাদের আগামী প্রজন্ম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই যে টাকা নিয়ে পান বিডি সিটারেট বা ফাস্ট ফুড খাওয়ার অভ্যাস গড়ে তুলেছি সেই টাকা দিয়ে পুরো পরিবারের পুষ্টির চাদিহা পূরণ করা সম্ভব হবে। পুষ্টিহীনতার কারণে আমাদের শিশুরা কম ওজন নিয়ে জন্মগ্রহণ করছে। পরিণত বয়সে সঠিক উচ্চতায় বেড়ে উঠছে না। নারীরা সঠিকভাবে গর্ভধারণ করতে পারছে না। এজন্য প্রথমে পরিবার এবং স্কুল-কলেজে একইসঙ্গে সমাজের সবাইকে পুষ্টি বিষয়ক সঠিক ধারণা দেওয়া দরকার।

সভায় স্বাগত ও সমাপনী বক্তব্য রাখেন বরগুনার বেতাগী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আহমেদ। এতে পুষ্টি সমন্বয় কমিটির লক্ষ ও উদ্দেশ্য সম্পর্কে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়্যিদ মুহাম্মদ আমরুল্লাহ। এ সময় উপস্থিত কমিটির সদস্যরা গ্রাম পর্যায়ে পুষ্টি বিষয়ক আরো সচেতনতামূলক কার্যক্রম জোরদার করাসহ তরুণী এবং মায়েদের বেশি করে পুষ্টি বিষয়ে সচেতন করার কর্মসূচি প্রণয়নের আহবান জানান। এতে আরো বক্তব্য রাখেন সিএনএইচএ প্রতিনিধি (কেয়ারা বাংলাদেশ ) ও প্রজেক্ট ম্যানেজার/ জেলা ম্যানেজার, সিএনএসইএ, প্রজেক্ট ম্যানেজার/ জেলা ম্যানেজার, সিএনএসইএ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেতাগী বরগুনা।

আরবি/জেডআর

Link copied!