ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

রায়গঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অর্থদন্ড

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৪, ০৬:৪৩ পিএম

রায়গঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অর্থদন্ড

ছবি: রূপালী বাংলাদেশ

সিরাজগঞ্জের রায়গঞ্জে যৌথ বাহিনীর অভিযানে সোনালী অটো রাইচমিলকে ৫০ হাজার টাকা অর্থদন্ড ও ১টি দোকান সিলগালা করা হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমুর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় অটোরাইস মিলটিকে সরকারি বস্তা ব্যবহার করায় ৫০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়। সেইসাথে একটি চালের দোকান সিলগালা করা হয়।

যৌথ অভিযান পরিচালনাকালে আরো উপস্থিত ছিলেন, রায়গঞ্জ আর্মি ক্যাপটেন ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাসির উদ্দিন খান। এছাড়াও সেনাবাহিনীর সদস্য ও রায়গঞ্জ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।


 

আরবি/জেডআর

Link copied!