ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

পাবনায় মাধ্যমিক শিক্ষকদের মানববন্ধন

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৪, ০৭:০০ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে পাবনায় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা মানববন্ধন করেছেন। বুধবার বেলা ১১ টার দিকে পাবনা টাউন হলের সামনে এই মানববন্ধনে জেলায় কর্মরত শতাধিক শিক্ষকঅংশগ্রহন করেন। বাংলা সেকেন্ডারি এডুকেশন স্কুল প্রজেক্ট (সেসিপ) কমিটির কর্মচারীদের দ্বারা শিক্ষক লাঞ্ছিনার প্রতিবাদে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শিক্ষকরা জানান, গতকাল মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ঢাকায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর মহাপরিচালকের কার্যালয়ের সামনে শিক্ষকদের শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে সেসিপের কতিপয় কর্মচারী শিক্ষকদের উপর হামলা চালান।

মানববন্ধনে বক্তব্য দেন আসলাম উদ্দিন, আব্দুল হামিদ, আসাদুজ্জামান খান, এ কে এম ফিরোজ হোসেন প্রমুখ। বক্তারা হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান।