ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

ফ্যানের বাতাসে ধান উড়াতে গি‌য়ে নারীর মৃত্যু

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৪, ০৭:২৯ পিএম
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা জীবননগরে ফ্যানের বাতাসে ধান উড়ানোর সময় ফ্যানের সাথে পরনের শাড়ী পেঁচিয়ে মোছা. খোদেজা খাতুন (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহসপ্রতিবার সকাল সাড়ে ১০টার সময় জীবননগর উপজেলার সুবলপুর গ্রামের রনক আলীর বাড়ীর উঠানে  ধান উড়ানোর সময় ফ্যানের সাথে শাড়ী পেঁচিয়ে ঘটনা স্থানেই মৃত্যু হয়।নিহত খোদেজা খাতুন কোটচাদপুর উপজেলার বলরামপুর গ্রামের মৃত জাকারিয়ার স্ত্রী।

ভুক্তোভোগী পরিবার সুত্রে জানা গেছে, নিহত খোদেজা খাতুন গত দুই দিন আগে  সুবলপুর  গ্রামের অসুস্থ ভাগনে আশাদুলকে দেখতে আসে।

ঘটনার দিন খোদেজা খাতুন তার বোনের সহযোগিতা করার জন্য ইঞ্জিন চালিত পাওয়ার টিলারের সাথে স্টিলের বড় (খাঁচা ছাড়া) ফ্যান লাগিয়ে বাতাস দিয়ে ধান পরিস্কার করছিলেন।

এ সময় অসাবধানতায় তার পরনের শাড়ী ফ্যানের সাথে পেঁচিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত প্রাপ্ত হন। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার আগেই অতিরিক্ত রক্তক্ষরনে তার মৃত্যু হয়।

এ বিষয়ে জীবননগর  থানার (ওসি )এস এম জাবীদ হাসান  বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।