সিরাজগঞ্জের তাড়াশে কৃষক আয়নাল হকের গোয়াল ঘরের তালা ভেঙ্গে প্রায় ১১ লাখ টাকা মূল্যের ৭টি গরু চুরি হয়েছে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) গভীর রাত পৌর এলাকার ভাদাশ গ্রামে এ চুরির ঘটনা ঘটে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
ভুক্তভোগী আয়নাল হক জানান, প্রতিদিনের মতো গোয়াল ঘরে তালা দিয়ে ঘুমিয়ে পড়ি। রাত প্রায় আড়াইটার দিকে ঘুম থেকে জেগে গোয়াল ঘরে গরু দেখতে যাই, গিয়ে দেখি চোর গরু নিয়ে রাস্তায় রাখা ট্রাকে তুলছে। এ সময় চিৎকার করতে থাকলে চোরের দল তাঁকে মেরে ফেলার হুমকী দেয়। আমার চিৎকারে আশে পাশের লোকজন আসতেই ৫ টি বড় গরু সহ ২ টি ছোট বাছুর গরু চুরি করে পালিয়ে যায়। গরু গুলোর আনুমানিক মূল্য সাড়ে ১০ লাখ টাকা।
খবর পেয়ে বৃহস্পতিবার সকালে তাড়াশ থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যানদের গ্রাম পুলিশ দিয়ে এলাকা পাহারা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। পাশাপাশি পুলিশের পাহারা জোরদার করা হয়েছে।
এলাকায় গরু চুরি বেড়ে যাওয়ার কৃষকের মাঝে আতংকের সৃষ্টি হয়েছে।