জয়পুরহাটের আক্কেলপুরে গাঁজা সেবনকালে দুই ব্যক্তিকে জেল জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) আক্কেলপুর পৌরসদরের রেলকলনী ও পশ্চিম আমুট্র এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. মুনিরা সুলতানা এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জয়পুরহাটের উপ-পরিদর্শক দুলাল চন্দ্র প্রামানিক এর সার্বিক সহযোগীতায় সঙ্গিয় ফোর্স নিয়ে মাদকদ্রব্য উদ্ধার ও অভিযান চালাচ্ছিলেন।
অভিযান পরিচালনাকালে মো. শোহিদ হোসেন (২৮) ও মো. মতিন (৩২) এদের কাছ থেকে ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করেন।
উদ্ধার শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা. মুনিরা সুলতানা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মো. শোহিদ হোসেন ও মো. মতিন দু’জনকে ১শত টাকা করে জরিমানা ও ১৫দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। তাদের সকলের বাড়ি আক্কেলপুর পৌরসদরে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা. মুনিরা সুলতানা বলেন, মাদক সেবনকালে দু’জনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
পরবর্তীতে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নগদ অর্থদন্ড ও বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। তিনি আরও বলেন, মাদক সেবনকারী ও বিক্রিকারী কাউকেই ছাড় দেওয়া হবে না।