বরগুনার তালতলী উপজেলা থেকে ১৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বরগুনা জেলা গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার বিকেল পাঁচটার সময় তালতলীর মালিপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
ইয়াবাসহ আটককৃত মাদক কারবারির নাম মিরাজ পহলান। সে ৬নং নিশানবাড়িয়া ইউনিয়নের চামুপাড়া এলাকার মহারাজ পহলানের ছেলে।
বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. বশির আলম জানান গোপন সংবাদের ভিত্তিতে তিনি সহ এই অভিযান পরিচালনা করেন। তাদের কাছে তথ্য আছে যে তালতলীর মালিপাড়া এলাকায় বিপুল পরিমাণ ইয়াবা বিক্রির প্রস্তুতি চলছে। ঘটনাস্হলে বরগুনা জেলা গোয়েন্দা শাখার উপ পরিদর্শক সুশীল কুমার, এএসআই হাবিবুর রহমান সহ ডিবির একটি টিম অবস্থান নেয়। এসময় সন্দেহভাজন গতিবিধি থাকায় মিরাজ পহলানকে ১৮০ পিস ইয়াবাসহ আটক করা বরগুনা ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে ব্যাপক জিজ্ঞেসাবাদের জন্য।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আরো বলেন, মাদকসহ ধৃত আসামি মিরাজের নামে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া বরগুনা মাদক মুক্ত রাখতে তাদের অভিযান অব্যাহত থাকবে।