ঢাকা শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫

কক্সবাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

শাহজাহান চৌধুরী শাহীন,  কক্সবাজার
প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৪, ০৩:৩১ এএম
ছবি: রূপালী বাংলাদেশ

কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কুতুবদিয়া পাড়াসহ আশপাশ এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১১শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে মাল্টি সার্ভ ইন্টারন্যাশনাল (এমএসআই)। 

১১শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে মাল্টি সার্ভ ইন্টারন্যাশনাল (এমএসআই)। ছবি: রূপালী বাংলাদেশ 

কক্সবাজার জেলা প্রশাসনের তত্বাবধানে বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর বিকালে কুতুবদিয়াপাড়া খেলার মাঠে এসব খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন, সিনিয়ন সহকারী কমিশনার (এনজিও সেল প্রধান) নওশর ইবনে হালিম, এমএসআই কো অর্ডিনেটর মোজাম্মেল হক, কমিশনার আকতার কামাল প্রমূখ।

সংকটময় মুহূর্তে এসব খাদ্য সামগ্রী পেয়ে কিছুটা হলেও উপকার হবে বলে জানান সাধারণ মানুষ।

১১শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে মাল্টি সার্ভ ইন্টারন্যাশনাল (এমএসআই)। ছবি: রূপালী বাংলাদেশ 

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ১১শ পরিবার পেয়েছে চাল, ডাল,  তেল, পেয়াজ, লবণ, আলু, রসুন, মসলাসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী।