ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

নড়াইলে ইউপি চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে মানববন্ধন

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৪, ১১:৪০ এএম

নড়াইলে ইউপি চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে মানববন্ধন

ছবি: রূপালী বাংলাদেশ

নড়াইল সদর উপজেলার ৭নং শেখহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলক বিশ্বাসের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫ টার দিকে শেখহাটি ইউনিয়নবাসীর আয়োজনে শেখহাটি বাজারে এ বিক্ষোভ ও মানববন্ধন হয়।

এতে অংশ নেন শেখহাটি ইউনিয়নের কয়েকশ মানুষ। মানববন্ধন শেষে বক্তব্য দেন, শেখহাটি ইউনিয়নের মো. মিজানুর মোড়ল, হালিমা বেগম, আছিয়া বেগম, আজিবর রহমান শেখ, আব্দুর রব বাপ্পি, পেয়ারন নেছা, পরেশ দাস, জোছনা, ইকরাম হোসেন, মাসুম খান প্রমূখ।

এসময় বক্তারা বলেন, বর্তমান চেয়ারম্যান গোলক আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। সে নৌকা প্রতীক নিয়ে ভোট ডাকাতির মাধ্যমে চেয়ারম্যান নির্বাচিত হন। তার একক আধিপত্য বিস্তারে ইউনিয়নের জনগণ পরিষদের সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তিনি জন্ম সনদ, বয়স্ক ভাতা, মাতৃকালীন ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা‍‍`র কার্ড টাকা ছাড়া করেন না। নিজস্ব কিছু লোক ব্যবহার করে তিনি টাকার বিনিময়ে এসব ভাতা‍‍`র কার্ড করে দিতেন। তিনি জন্ম সনদ দিতে ২-৩ শ টাকা নেন, অন্যন্যা ভাতা‍‍`র কার্ড করে দেওয়ার জন্য ৫ থেকে শুরু করে ২০ হাজার টাকা পর্যন্ত  নিতেন। এমনও আছে তিনি টাকা নেওয়ার পরেও ভাতা‍‍`র কার্ড করে দেননি। ইউনিয়নের বিভিন্ন প্রকল্প, টিউবওয়েল প্রকল্প, কার্লভার্ট প্রকল্প এগুলার বরাদ্দ আসলেও তা আলোর মুখ দেখেনি। সবই আত্মসাৎ করেছে দূর্নীতিবাজ চেয়ারম্যান গোলক। এছাড়াও তিনি চেয়ারম্যান হওয়ার পরে জনগণের হোল্ডিং ট্যাক্স অতিরুক্ত বৃদ্ধি করেছেন। গোলক চেয়ারম্যানের বিরুদ্ধে আগেও মিডিয়ায় দূর্নীতি ও অনিয়মের সংবাদ প্রচার হয়েছে। আমাদের এক দফা এক দাবি দূর্নীতিবাজ চেয়ারম্যান গোলকের পদত্যাগ।

এ বিষয়ে জানতে শেখহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলক চন্দ্র বিশ্বাসকে মুঠোফোনে একাধিক বার ফোন করেও পাওয়া যায়নি।

আরবি/জেআই

Link copied!