ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

কাঠালিয়ায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৪, ০৪:৪৮ পিএম

কাঠালিয়ায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত

ছবি: রূপালী বাংলাদেশ

বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন রোধে ঝালকাঠির কাঠালিয়ায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে এ স্ট্রাইকের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন ভ্রাতৃত্বের বন্ধন সমাজকল্যাণ যুব ও ক্রীড়া সংস্থা (বিএসবি)। এতে পরিবেশ সচেতন শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

এ সময় অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব এবং বৈশ্বিক উষ্ণায়নের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং কার্বন নি:সরণ কমানোর দাবিতে ব্যানার ও প্লেকার্ড নিয়ে বিভিন্ন স্লোগানের সাথে মিছিল করেন।

পরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ভ্রাতৃত্বের বন্ধন সমাজকল্যাণ যুব ও ক্রীড়া সংস্থা (বিএসবি) এর পরিচালক মো. ইমরান হোসেন, সাংগাঠনিক সম্পাদক মো. সাজিদ মাহমুদ, উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. মেহেদী হাসান, শিক্ষার্থী রাইসা আক্তার প্রমুখ। 


 

রূপালী বাংলাদেশ

Link copied!