ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া দিয়ে অবৈধ পথে ভারত যাওয়ার সময় দুই নারীসহ এক শিশুকে আটক করছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার রাতে উপজেলার আব্দুল্লাহপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। শুক্রবার (২০ সেপ্টেম্বর ) দুপুরে ২৫ বিজিবি ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
আটককৃতরা হলেন, ফরিদা বেগম(৩২) ফরিদা বেগমের ছেলে মোঃ ফারহান (০৩) এবং জেসমিন আক্তার (২৫)। তাদের বাড়ি নরসিংদীর জেলায়।
সরাইল (২৫) বিজিবির দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে (২৫ বিজিবির) অধীনস্থ আখাউড়া ফকিরমোড়া বিওপির একটি টহলদল আব্দুল্লাহপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এই সময় অবৈধভাবে ভারতে প্রবেশের সময় দুই নারীসহ এক শিশু আটক করে। আটকের পর জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে জানা যায়,উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের এক দালাল মো. মাসুদ মিয়ার সহযোগিতায় সন্তানসহ ফরিদা বেগম চিকিৎসার জন্য এবং জেসমিন আক্তার জুতার কারখানায় কাজের জন্য এই সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারত যাওয়ার চেষ্টা করেছিল। মানব পাচারকারী দালাল মো. মাসুদ মিয়াকে পলাতক আসামী এবং আটককৃত বাংলাদেশী নাগরিকদেরকে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের প্রচেষ্টার দায়ে আখাউড়া থানায় মামলা দায়ের করে থানায় সোপর্দ করা হয়েছে। এসময় সীমান্ত দিয়ে যাতে মানব পাচার হতে না পারে সে জন্য তাদের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।