ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

মানিকগঞ্জে ওয়াই.পি.এ.জি‍‍`র ত্রৈমাসিক পরিকল্পনা সভা

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৪, ০৬:৪৯ পিএম

মানিকগঞ্জে ওয়াই.পি.এ.জি‍‍`র ত্রৈমাসিক পরিকল্পনা সভা

ছবি: রূপালী বাংলাদেশ

মানিকগঞ্জে শান্তি-সম্প্রীতি বজায় রাখার লক্ষে ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের মানিকগঞ্জ শাখার ত্রৈমাসিক পরিকল্পনা প্রণয়ন সভা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে মানিকগঞ্জের বেউথা পাড় রেস্টুরেন্টে ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইয়ুথ পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (ওয়াইপিএজি)‍‍`র ইয়ুথ পিস কোঅর্ডিনেটর জেসিকা শেখ জেবা।

দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এরিয়া কোঅর্ডিনেটর সৈয়দ নজরুল ইসলাম ও ফিল্ড কোঅর্ডিনেটর রিপন আচার্য সভায় গ্রুপের প্রয়োজনীয়তা ও কার্যাবলি বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। সভায় ইয়ুথ গ্রুপের সদস্যবৃন্দ নিজ নিজ অভিব্যক্তি ব্যক্ত করেন। সভায় সকল সদস্যের অংশগ্রহণে আগামী তিন মাসে গ্রুপের উদ্যোগে উপজেলার শান্তি-সম্প্রীতি রক্ষায় বিভিন্ন প্রচারাভিযানমূলক কর্মসূচি এবং ৩ দিনের প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করা হয়।

ইয়ুথ পিস কোঅর্ডিনেটর জেসিকা শেখ জেবা‍‍`র সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কো-অর্ডিনেটর ইকবাল, পিস অ্যাম্বাসেডর হাসান সাঈদ, মোরশেদা হোসেন মিতু, পিএফজি কোঅর্ডিনেটর ইকবাল খান, সদস্য সাধন সূত্রধর, এরিয়া কোঅর্ডিনেটর সৈয়দ নজরুল ইসলাম, ফিল্ড কোঅর্ডিনেটর রিপন আচার্য, আফসানা হোসেন আনিকা, সাংবাদিক সাধন সূত্রধর সহ ওয়াই.পি.এ.জি‍‍`র সদস্যবৃন্দ।

আরবি/জেডআর

Link copied!