১২তম গ্রেড মানিনা `১০ম গ্রেড চাই` এক দফা এক দাবি` স্লোগানে নড়াইলে প্রাথমিক সহকারী শিক্ষকরা মানববন্ধন করেছেন। শনিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১ টায় নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় নড়াইল সদর উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, প্রাথমিক সহকারী শিক্ষক, মো.হামিমুর রহমান, মো. আমিনুর রহমান, আশিকুর রহমান, জাকির হোসেন বিপ্লব, ইকরামুল হোসেন, মোয়াজ্জেম হোসেন রেন্টু, সোহেল নাদিম, সালাউদ্দিন গ্রীন, কামরুজ্জামান, রাফেজা রহমান, নূরে জান্নাত প্রমূখ। এ সময় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি জানান প্রাথমিক সহকারী শিক্ষকরা।
এ সময় বক্তারা বলেন, প্রাথমিক সহকারী শিক্ষকরা হলো মানুষ গড়ার কারিগর কিন্তু আমরা তৃতীয় শ্রেণির কর্মচারি। আমরা চাই আমাদের তৃতীয় শ্রেণির কর্মচারি থেকে দ্বিতীয় শ্রেণির করা হোক। আমরা যে বেতন পাই তা দিয়ে আমাদের মাসের ১৫ দিনও সংসার চলেনা। সংসারের বোঝা মাথায় নিয়ে আমরা স্কুলে আসি ছাত্র ছাত্রীদের পড়ায়। আমাদের ১০ম গ্রেডে বেতন ভাতা দেওয়া হলে মাসে ২৬ হাজার টাকা পেতে পারি।