ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

বগুড়ার পাঁচ থানায় নতুন ওসি, সারিয়াকান্দিতে জামিরুল

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৪, ০৮:৪৩ পিএম
জামিরুল ইসলাম। ছবি: রূপালী বাংলাদেশ

বগুড়া জেলার পাঁচ থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়োগ করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর বলে জানিয়েছে জেলা পুলিশ। জামিরুল ইসলামকে সারিয়াকান্দি থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে তিনি পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে কয়েকটি থানায় দায়িত্ব পালন করেছেন।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে এক অফিস আদেশে পাঁচ থানার নতুন ওসি নিয়োগের বিষয়টি নিশ্চিত করেন বগুড়া জেলা পুলিশ সুপার (এসপি) জেদান আল মুসা।  

বগুড়া পুলিশ অফিসের ইন্সপেক্টর আবদুল হান্নানকে শিবগঞ্জ থানা, বগুড়া ডিএসবি’র ডিআইও (৩) ইন্সপেক্টর সাইদুল আলমকে ধুনট থানা, ছিলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিলাদুন নবীকে সোনাতলা থানা, সারিয়াকান্দি থানার ইন্সপেক্টর (তদন্ত) জামিরুল ইসলামকে সারিয়াকান্দি থানা এবং বগুড়া পুলিশ অফিসের ইন্সপেক্টর ফরিদুল ইসলামকে দুপচাঁচিয়া থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া শিবগঞ্জ থানার ওসি আবদুর রউফ ও ইন্সপেক্টর (তদন্ত) জিল্লুর রহমানকে পুলিশ অফিসে এবং আদমদীঘি থানার ইন্সপেক্টর (তদন্ত) একেএম মঈনুদ্দীনকে বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে।