ঢাকা রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

বগুড়ায় সড়কে ভ্যানচালক নিহত, যাত্রী আহত

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৪, ০৯:০৩ পিএম

বগুড়ায় সড়কে ভ্যানচালক নিহত, যাত্রী আহত

ছবি: রূপালী বাংলাদেশ

বগুড়ার রানীরহাট-দুর্গাপুর সড়কে ট্রাকের ধাক্কায় অটোভ্যান থেকে ছিটকে পড়ে চালক নিহত ও যাত্রী আহত হয়েছেন। ঘাতক ট্রাকটি আটক করা যায়নি। নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের ডোমর গ্রামের পাশে বোলধর এলাকায় সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত চার্জার ভ্যানচালক আব্দুস ছাত্তার (৬০) মালঞ্চা ইউনিয়নের ঢাকন্তা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। আহত যাত্রী মানিক হোসেন (৩৫) ঢাকন্তা গ্রামের খলিলুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, মাছ চাষি মানিক তার মাছ নিয়ে বিক্রির জন্য ছাত্তারের ভ্যান ভাড়া নেন। বগুড়ার শাজাহানপুর উপজেলার সাবরুল বাজারে মাছের আড়তে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা দুর্গাপুরগামী একটি চলন্ত ট্রাক সজোরে ভ্যানে ধাক্কা দেয়। ভ্যান থেকে ছিটকে পড়ে গুরুতর আঘাত হয়ে চালক আব্দুস ছাত্তার ঘটনাস্থলেই মারা যান।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান  শাহিন জানান, আহত ব্যক্তিকে হাসপাতালে এবং নিহতের মরদেহ থানায় আনা হয়েছে। 


 

আরবি/জেডআর

Link copied!