ঢাকা রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

নড়াইলে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় রাসুলুল্লাহ (স.) শীর্ষক সেমিনার

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৪, ০৯:২৩ পিএম

নড়াইলে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় রাসুলুল্লাহ (স.) শীর্ষক সেমিনার

ছবি: রূপালী বাংলাদেশ

নড়াইলে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় রাসুলুল্লাহ (স.) শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) বিকাল তিনটায় সিরাতুন্নবী (স.) উদযাপন পরিষদ নড়াইল এর আয়োজনে  শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। নড়াইল কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মাওলানা মো. ওয়াকিউজ্জামান এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শহীদ লতীফ।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক অধ্যাপক প্রফেসর শাইখ ড. মুহাম্মদ আব্দুস সামাদ। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. রবিউল ইসলাম।

এ সময় আরও বক্তব্য রাখেন, নড়াইল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. মো. ইকবাল হোসেন সিকদার, আলকুবা ইসলামী ওয়েলফেয়ার ট্রাষ্টের চেয়ারম্যান অ্যাড. আতাউর রহমান বাচ্চু, আলকুবা ইসলামী ওয়েলফেয়ার ট্রাষ্টের সেক্রেটারী মাওলানা মো. ওবায়দুল্লাহ কায়সার প্রমূখ। জুড়োলিয়া কলেজের অধ্যক্ষ মো. মাকসুদুর রহমানের সঞ্চলনায় প্রবন্ধ পাঠ করেন কুষ্টিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. তোহুর আহমদ হিলালী প্রমূখ। 


 

আরবি/জেডআর

Link copied!