শনিবার সন্ধ্যায় উল্লাপাড়ায় বজ্রপাতে দুই দিনমজুর মারা গেছেন। এরা হলেন-উপজেলার সদর ইউনিয়নের নাগরৌহা গ্রামের বেলাল হোসেনের ছেলে আশরাফুল ইসলাম (৪০) এবং একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে রুহুল হোসেন (২৮)।
উল্লাপাড়া সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্য ও নাগরৌহা গ্রামের বাসিন্দা সাহারুল হক সাচ্চু জানান, উল্লিখিত দুই দিনমজুর উল্লাপাড়া পৌর শহরে কাজ করে ঝড় বৃষ্টির মধ্যে বাড়ি ফেরার পথে নাগরৌহা গ্রামের পাশের ফসলের মাঠে বজ্রপাতে মারা যান।