পরিকল্পিত ষড়যন্ত্রের কারণে পিলখানায় সংগঠিত হত্যাকাণ্ডের দায় চাপিয়ে দেওয়া ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যদের চাকুরীতে পুন:বহাল করা এবং কারাবন্দী বিডিআর সদস্যদের মুক্তির দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদান করেন।
রবিবার (২২ সেপ্টেম্বর) বেলা ১২ ঘটিকায় মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন এবং পরবর্তীতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন বি.ডি.আর কল্যাণ পরিষদ মানিকগঞ্জের চাকরিচ্যুত কর্মচারী ও কর্মকর্তাগণ।
এ সময় মানববন্ধনে বক্তব্য দেন, সোবেদার আক্তারুজ্জামান, রমিজ উদ্দিন, আরশাদ আলী, আব্দুল হামিদসহ বিডিআর কল্যাণ পরিষদ মানিকগঞ্জের চাকরিচ্যুত কর্মচারী ও কর্মকর্তাগন।