ঢাকা সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

কুলাউড়ায় মাটির নিচে পাওয়া গেল ব্রিটিশ আমলের সীমানা পিলার

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৪, ০৫:৪১ পিএম

কুলাউড়ায় মাটির নিচে পাওয়া গেল ব্রিটিশ আমলের সীমানা পিলার

ছবি: রূপালী বাংলাদেশ

মৌলভীবাজারের কুলাউড়ায় ব্রিটিশ আমলের কোটি টাকার একটি লোহার সীমানা পিলার উদ্ধার করা হয়েছে। সম্প্রতি পৌরসভাস্থ বাদে মনসুর এলাকায় প্রকল্পের কাজে শ্রমিকরা মাটি খুঁড়তে গিয়ে এটি পান। পরে পিলারটি থানায় হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে রবিবার দুপুরে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আতাউর রহমান চৌধুরী ছোহেল জানান, বিগত ৫ মাস ধরে আলালপুর স্কুল থেকে নবাবগঞ্জ রোড পর্যন্ত ড্রেনের কাজ চলছে। ১৯ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে বাদে মনসুর এলাকায় মাটি খুঁড়তে গিয়ে সীমানা পিলারটি উদ্ধার করেন শ্রমিকরা। পরে স্থানীয় বাসিন্দা ইসহাক আলী এটি জোরপূর্বক নিয়ে তার বাসায় চলে যান। এরপরই সহাকের বাড়ি থেকে এটি আনতে গেলে তার উপর আক্রমণ করেন ইসহাক। দ্রুত বিষয়টি থানায় অবগত করে থানায় এটি হস্তান্তর করেন তিনি।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বলেন, প্রাচীন প্রত্নতত্ত্ব হিসেবে ব্রিটিশ আমলের লোহার সীমানা পিলারের বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে এটি হস্তান্তর করেছেন কাউন্সিলর। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্রত্নতত্ত্ব বিভাগে এটি জমা দেওয়া হবে।

আরবি/জেডআর

Link copied!