ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

বন্ধুদের সঙ্গে গোসলে নেমে স্কুল ছাত্রের মৃত্যু

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৪, ০৪:৫৬ এএম
ছবি: রূপালী বাংলাদেশ

টাঙ্গাইলের মির্জাপুরের নাগরপাড়া ধলেশ্বরী নদীতে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। 

২৩ সেপ্টেম্বর সোমবার দুপুর দেড়টার দিকে এঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ফাহাদ সিকদার (১৪) উপজেলার উয়ার্শী ইউনিয়নের নবগ্রাম এলাকার মামুন সিকদার এর ছেলে। নিহত ফাহাদ সিকদার মৈশামূড়া বসন্ত কুমারী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিলেন। 

স্থানীয়রা বলেন, বন্ধুদের সঙ্গে গোসল করতে নদীতে নামে ফাহাদ। পরে পানিতে খেলা করতে করতে স্রোতে ভেসে যায়। একপর্যায়ে নদীর গভীর পানির নিচে ডুবে নিখোঁজ হয়ে যায়। ফাহাদের বন্ধুদের চিৎকারে ছুটে আসেন এলাকাবাসী। একঘন্টা খোজাখুজি পর, পাওয়া না গেলে ফায়ার সার্ভিসে কল দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালিয়ে ১৫ মিনিট পর ফাহাদ এর মরদেহটি উদ্ধার করেন। 

উয়ার্শী ইউনিয়নের  ইউপি সদস্য শফিকুল ইসলাম মৃত্যুর খবরটি নিশ্চিত করে বলেন, তার নিজ গ্রামের মনির সিকদার এর ছেলে ফাহাদ সিকদার নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। পরে ফায়ারসার্ভিস এর ডুবুরি দল মরদেহটি উদ্ধার করেছে। ফাহাদ এর অকাল মৃত্যুতে এলাকায় চলছে মাতম।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর লিডার মো. বেলাল হোসেন জানান, দুপুর ২ টা ৩০ মিনিটে খবর পেয়ে ঘটনা স্থলে পৌছান বিকেল ৩ টা ৪৫ মিনিটে ৷ উদ্ধার তৎপরতা চালিয়ে ৪ টার দিকে মরদেহটি উদ্ধার করতে সক্ষম হয়।