ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

সাবেক এমপি সোহরাব ও তার ছেলেসহ ১৬৫ জনের মামলা

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৪, ০৩:৩৮ পিএম

সাবেক এমপি সোহরাব ও তার ছেলেসহ ১৬৫ জনের মামলা

সাবেক এমপি অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন ও তার ছেলে। ছবি: রূপালী বাংলাদেশ

কিশোরগঞ্জে পাকুন্দিয়ায় শুক্রবার রাতে পাকুন্দিয়া থানায় পৃথক মামলা করা হয়েছে। 

দুটি মামলায় কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সাবেক এমপি অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিনকে প্রধান আসামি সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, আতাউল্লাহ সিদ্দিকী মাসুদ, পৌর মেয়র নজরুল ইসলাম আকন্দ ও জ্ঞাতসহ ৩১৫ নেতাকর্মীর নামা মামলা হয়েছে। 

পাকুন্দিয়া থানার ওসি আসাদুজ্জামান টিটু পিপিএম সততা নিশিত করে জানান, অস্ত্রশস্ত্রে সজ্জিত হইয়া দাঙ্গা সৃষ্টির হুকুম মতে হত্যার উদ্দেশে আঘাত করে সাধারণ ও গুরুতর জখম এবং বিস্ফোরক দ্রব্য ককটেল বিস্ফোরণ ঘটানোর অপরাধে পাকুন্দিয়া থানায় একই দিনে পৃথক মামলা করা হয়েছে। 

একটি মামলায় পাকুন্দিয়া বড়বাড়ীর মোস্তফা মিয়া বাদী হয়ে কিশোরগঞ্জ-২ আসনের সাবেক এমপি মোঃ সোহরাব উদ্দিনকে প্রধান আসামি করে ৭১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪০-৬০ জনকে আসামি করেছেন।

এদিকে সাবেক এমপি সোহরাব উদ্দিনকে এক নম্বর আসামি করে একই দিনে পৃথক অপর একটি মামলা  উপজেলার দরদরা গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে ৯৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮০-৯০ জনকে আসামি করা হয়েছে। 

আরবি/জেডআর

Link copied!