ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

মির্জাপুরে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জন গ্রেপ্তার

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৪, ১২:৫৭ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

টাঙ্গাইলের মির্জাপুরে ডাকাতির প্রস্ততিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের জামুর্কী অংশে চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়। সে সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ডাকাতির কাছে ব্যবহৃত হাইচ গাড়ি জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, বরিশাল জেলার বাকেরড়ঞ্জ থানার আনসার সিকদারের ছেলে মো. রুবেল (৩৫), পটুয়াখালি জেলার গলাচিপা থানার মৃত মতলেব মৃধার ছেলে মো. আল আমিন মৃধা (৪০), বরগুনা জেলার পাথরঘাটা থানার মৃত আব্দুল হাকিমের ছেলে মো. আবুল কালাম আজাদ (৪৬) ও পটুয়াখালি জেলার পটুয়াখালি থানার মৃত ইসমাইল হাওলাদারের ছেলে হাসানুজ্জামান হাওলাদার (৫৫)।

মির্জাপুর থানার ওসি মো. মোশারফ হোসেন রূপালী বাংলাদেশকে বলেন, গ্রেপ্তারকৃতদের ৫ দিনের রিমা- আবেদন করে আদালতে সোপর্দ করা হয়েছে। তাদের কয়েকজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।