সিরাজগঞ্জের অন্যতম বিদ্যাপীঠ সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফছার আলীর বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। আফছার আলী সিরাজগঞ্জ জেলা শিক্ষা অফিসের অতিরিক্ত দায়িত্বে জেলা শিক্ষা অফিসার হিসেবে কর্মরত আছেন। এসব পদ পদবী ব্যবহার করে অর্থ আত্মসাৎ বদলী বানিজ্য, শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকদের হয়রানি, নিয়ম নীতির তোয়াক্কা না করে প্রতিষ্ঠানের গাছ বিক্রিসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে।
এসব বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর অভিযোগ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।
অভিভাবকদের অভিযোগ সুত্রে জানা যায়, বিভিন্ন সময়ে বিদ্যালয়ে সংগঠিত অন্যায়,অনিয়মের প্রতিবাদ করায় শিক্ষার্থী অভিভাবকদের নানা হয়রানির করা হয়। প্রাক-নির্বাচনী পরিক্ষা তারিখ বারবার পিছিয়ে ৫লাখ টাকা অর্থ আত্মসাৎ করা চেষ্টা করছেন তিনি। পুকুর ও জলাধার আইন অমান্য করে বিদ্যালয়ের ঐতিহ্যবাহী পুকুর ভরাট করা হয়েছে। রাতের আধারে বিদ্যালয়ের প্রায় ১০ লক্ষ টাকার গাছ বিক্রি করেছেন তিনি। স্কুলের উত্তর পাশের লোহার গেট বিক্রি করে হাতিয়ে নিয়েছেন ১লাখলাখ টাকা। স্কুলের পশ্চিম পাশের দোতলা ভবনের ছাদ সংষ্কারের সময় পুরাতন রড ও অন্যান্য জিনিসপত্র বিক্রি করেছেন প্রায় সাড়ে ৩লাখ টাকা। টিফিনের পর্যাপ্ত টাকা তুলে শিক্ষার্থীদের নিম্নমানের খাবার দেওয়া ও বিদ্যালয়েরদ্যালয়ের অভ্যন্তরীন প্রশ্ন ফাঁসের অভিযোগও রয়েছে এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে।
এসব বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক আফছার আলীকে অফিসে পাওয়া যায় নি। বার বার ফোন করলেও তিনি ফোন ধরেন নি।
আপনার মতামত লিখুন :