ঝালকাঠির রাজাপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার হাসান মোহাম্মদ শোয়াইব, উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রফিক মৃধা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজাপুর উপজেলা শাখার সভাপতি রতন দেবনাথ, সাধারণ সম্পাদক গোপাল কর্মকার, এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আগামী ৯ অক্টোবর সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হবে। এ বছর রাজাপুর উপজেলায় ১৯ মন্ডপে পুজা উদযাপিত হবে। সভায় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা করা গ্রহণ হয়।
আপনার মতামত লিখুন :